দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আর দেশবাসীর জন্য যেসব প্রকল্প অর্থবহ হয়, সেসব প্রকল্পই গ্রহণ করা হয়।
জনকল্যাণমুখি প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়তে সরকারের অঙ্গীকারের কথাও জানান তিনি। সঠিক সময়ে যথাযথভাবে সরকারি কাজ শেষ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি প্রবর্তন করে সরকার। এর মাধ্যমে মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা, দায়দ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য উন্নত-সমৃদ্ধ দেশ গড়া। যথাযথ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও উন্নয়ন মূলক নানা কাজে সরকারের সহযোগিতা অব্যাহত আছে। প্রকল্পের কাজের মান নিশ্চিত করার পাশাপাশি অর্থের যথাযথ ব্যবহারের ওপর নজর দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
এসময় কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের রাজাকারের সন্তান দাবি করে স্লোগান দেয়ার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়াই তার সরকারের অঙ্গীকার , সেটা বাস্তবায়িত হলে দেশ এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।