দেশের শিল্পাঞ্চলসমূহে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে ভিন্ন-ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করেছে সরকার। এখন থেকে সপ্তাহে আলাদা আলাদা দিনে শিল্প-কলকারখানা বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (১১ই আগস্ট) সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলার অংশ হিসেবে সারাদেশের সব ধরনের শিল্প-কলকারখানা সপ্তাহে আলাদা আলাদা দিনে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগে, ৭ই আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একেকদিন দেশের একেক শিল্পাঞ্চলে সাপ্তাহিক ছুটি দেয়ার পরিকল্পনা করে সরকার। এ বিষয়ে সরকারের প্রস্তাবে একমত পোষণ করেন ব্যবসায়ীরা।

কবে কোন যায়গার শিল্পাঞ্চলসমূহে সাপ্তাহিক ছুটি থাকবে তা নিম্নে দেয়া হলো: