ডেনমার্কের রাজধানীর কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুকধারীর হামরায় এতে বহু হতাহতের আশঙ্কা করছে দেশটির পুলিশ। এ ঘটনায় ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় রোববার (তেসরা জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ফিল্ডস শপিংমলে এ ঘটনায় ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।
কোপেনহেগেন পুলিশের অপারেশন ইউনিটের প্রধান ইন্সপেক্টর সোরেন থমাসেনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আটক ওই বন্দুকধারী ২২ বছর বয়সী যুবক।
দেশটির পুলিশ বলছে, বন্দুকধারীদের হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি। এটি সন্ত্রাসবাদের উদ্দেশে করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, এমন কোনো তথ্য বর্তমানে আমাদের কাছে নেই। ঘটনাটি তদন্তে আমরা কাজ করছি’- যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।
স্থানীয় বিভিন্ন ঘটনা ছবি চিত্র প্রকাশ করেছে। সেগুলোতে দেখা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কর্মকর্তারা ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সেইসঙ্গে মল থেকে লোকজন বেরিয়ে আসছেন।