তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ক্যাবল টেলিভিশন সম্প্রচার, ওটিটি প্ল্যাটফর্মসহ সকল ক্ষেত্রে শৃঙ্খলা আনা হবে। অল্প সময়ের মধ্যেই ক্যাবল সেবা ডিজিটাইজেশনের জন্য গাইডলাইন তৈরি করা হবে। পাশাপাশি ক্যাবল টেলিভিশন সম্প্রচারে যেখানে আইনের লঙ্ঘন ও ব্যত্যয় আছে সেটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা হবে।

আজ রোববার ৪ ফেব্রুয়ারি বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ক্যাবল অপারেটর এসোয়িশন অব বাংলাদেশ কোয়াবের নেতারা। এ সময় এসোসিয়েশনের নেতারা ক্যাবল টিভি খাতকে ডিজিটাল করার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন এবং ইন্টারনেট ব্যবসাও যেন তারা করতে পারেন এমন দাবিও জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ক্যাবল অপারেটিং পদ্ধতি ডিজিটাল করার করার জন্য সবাই একমত। কিন্তু অতীতে উদ্যোগ নেয়া হলেও তা এখনো কার্যকর হয়নি কেন তা খতিয়ে দেখা হবে। একটা গাইড লাইন করার কথাও জানান প্রতিমন্ত্রী।

একই সঙ্গে ওটিটি প্লাটফর্মে জাতীয় নিরাপত্তা ও আইনের কোন ব্যত্যয় হলে তা খতিয়ে দেখার কথাও জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।