স্প্যানিশ ফুটবল লিগের খেলায় মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখা বার্সেলোনা। রোববার রাতে ক্যাম্প ন্যুতে আয়োজিত হয় ম্যাচটি। আগামী মৌসুমে ক্যাম্প ন্যু’তে আর খেলবে না বার্সেলোনা। তার আগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে স্মরণীয় করে রাখল লা লিগার চ্যাম্পিয়নরা।
ক্যাম্প ন্যু’তে নিজেদের শেষ ম্যাচ। পাশাপাশি দলের দুই ফুটবলারেরও বার্সার জার্সিতে ঘরের মাঠে শেষ ম্যাচ। এমন এক স্মরণীয় দিনে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচ শুরুর মাত্র ৫৩ সেকেন্ডেই গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আনসু ফাতি।
এই আনসু ফাতিই ম্যাচের ২৪ মিনিটে করেন আরেকটি গোল। নিজের জোড়া গোলে প্রথমার্ধেই দলকে এগিয়ে নেন ২-০ গোলে। দ্বিতীয়ার্ধেও আক্রমণে ফিরতে পারেনি মায়োর্কা। তবে, তৃতীয় গোল এসেছে বার্সেলোনার পক্ষে। দলের হয়ে তৃতীয় এবং শেষ গোলটি করেন গাভি। ৩-০ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।