যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুটি নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৮ জন। এখনও নিখোঁজ রয়েছে আরও অনেকে।
সংবাদমাধ্যম এপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১২ই মার্চ) অঙ্গরাজ্যেটির দক্ষিণ উপকূলে এ ঘটনা ঘটে।
উদ্ধারকর্মী ও স্থানীয় জরুরি বিভাগের দাবি, ডুবে যাওয়া ওই দুই নৌকায় করে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসছিলেন মানবপাচারকারীরা। নৌকা দুটিতে প্রায় ২৩ জন যাত্রী ছিল বলে জানায় কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে ঝড়ো হাওয়ার কারণে উত্তাল সমুদ্রে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় নৌকা দুটি। তবে নিহত ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। বাকীদের উদ্ধারে এখনও অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।
ইউএস কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকাজে নামানো হয়েছে বিশেষ হেলিকপ্টারও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে ঢুকছিলো অভিবাসনপ্রত্যাশীরা।