যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি বাইকার বারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীসহ চারজন নিহত হয়েছে। বুধবার (২৩ আগস্ট) স্থানীয় শেরিফের অফিস এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

অরেঞ্জ কাউন্টির পুলিশ কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। তবে তিনি পুলিশের গুলিতে না কি নিজে গুলি করে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিত রয়েছে। সেখানে দু’টি লাশ পড়ে থাকতে দেখা গেছে।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহত ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনই গুলিবিদ্ধ।