সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। বুধবার (১৮ই জানুয়ারি) অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন হাশিম আমলা। সে বছরই টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান আইসিসি র্যাঙ্কিংয়ে এক সময়ের নাম্বার ওয়ান এই ব্যাটার।
এরপর কলপ্যাক চুক্তিতে ইংল্যান্ডের ক্লাব সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছিলেন তিনি। অবশেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৯ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি। এবার আর ক্লাবটির জার্সিতে দেখা যাবে না তাকে। অবসরের সিদ্ধান্ত ক্লাবকে জানিয়েছেন তিনি। পরে সারে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আমলা বলেছেন, ‘ওভালে আমার অনেক মধুর স্মৃতি রয়েছে। এখান থেকে প্লেয়ার হিসেবেই বিদায় নিচ্ছি আমি।’
দুই দশকের ক্যারিয়ারে আমলা ৩৪ হাজার ১০৪ রান করেছেন। এর মধ্যে দেশের হয়ে ১২৪ টেস্টে তিনি করেছেন ৯ হাজার ২৮২ রান। ২০০৪ সালে প্রথম টেস্ট খেলা আমলা সবশেষ টেস্টটি খেলেন ২০১৯ সালে। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সামনে আছেন কেবল জ্যাক ক্যালিস। অভিজাত ফরম্যাটে ২৮টি সেঞ্চুরি করেছেন আমলা। তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৩১১, ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
আমলা ১৮১ ওয়ানডেতে ২৭ সেঞ্চুরিতে করেছেন ৮ হাজার ১১৩ রান। ৪৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ১ হাজার ২৭৭ রান।
অবসর ঘোষণা করা আমলা এরইমধ্যে কোচিংয়ের সঙ্গেও যুক্ত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলা এমআই ক্যাপটাউনের ব্যাটিং কোচ তিনি। ধারনা করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হতে পারেন তিনি।