ক্রিমিয়ার কার্চ সেতুতে হামলার জন্য দুটি রকেট নিক্ষেপ করেছিল ইউক্রেন। রাশিয়ার দাবি, সেতুতে পৌছানোর আগে এ দুটি রকেট ধ্বংস করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) স্থানীয় সময় দুপুরের দিকে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ান উপদ্বীপকে সংযুক্ত করা কের্চ সেতুকে লক্ষ্য করে দু’টি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল বলে মস্কো জানিয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কার্চ সেতুর পাশ থেকে ধোঁয়া উড়ছে। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কার্চ সেতুতে হামলার জন্য দুটি এস–২০০ রকেট নিক্ষেপ করেছিল কিয়েভ। রকেট দুটি ধ্বংস করেছে রুশবাহিনী।

তবে রাশিয়ার এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন সরকার। গত কয়েক মাসে ক্রিমিয়ার কার্চ সেতুতে ইউক্রেনের হামলা নস্যাৎ করে দেওয়ার একাধিক দাবি করছে রাশিয়া।

অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম কার্চ সেতু। ক্রিমিয়া সেতু নামেও এই স্থাপনা পরিচিত।

অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম ১৯ কিলোমিটার দীর্ঘ কার্চ সেতু

ক্রিমিয়া একসময় ইউক্রেনের অংশ ছিল। ২০১৪ সালে ভূখণ্ডটি দখল করে নেয় রাশিয়া। এরপর ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় মস্কো। চার বছরের মাথায় চালু করা হয় কার্চ সেতু।