সরকার ক্ষমতা টিকে থাকার জন্য অনেকগুলো আইন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মৎহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। বিনা উস্কানিতে বিরোধী দলের কর্মসূচিতে আঘাত করছে সরকার। তাদের উদ্দেশ্য দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করা। তারা জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকার পায়তারা করছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির ন্যায়সঙ্গত আন্দোলনে বেশিরভাগ থানায় বাধা দেয়া হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার কর্মসূচিতে বাধা দিলে পরিস্থিতি জটিল হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপি কর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলন করতে গেলে বাধা আসবেই। সেই বাধা অতিক্রম করে আমাদের দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের মানুষকে এই সরকারের কবল থেকে মুক্তি দিতে হবে।
নওগাঁয় র্যাব হেফাজতে নারীর মৃত্যুর বিষয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে। তারা দেশে হত্যা গুম-করে আতঙ্কের আবহ তৈরি করেছে। এভাবে হত্যা করে নির্যাতন করে মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় তারা।