পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। সারা বিশ্ব ফিলিস্তিনের ওপর বর্বরতার বিরুদ্ধে সোচ্চার৷ কিন্তু এ নিয়ে একেবারেই চুপ বিএনপি ও জামায়াত৷

শুক্রবার (২৪ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘বিশ্বশান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর কারণ হিসেবে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক উল্লেখ করেন, তাদের (বিএনপি ও জামায়াত) ধারণা, কেউ তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে৷

হাছান মাহমুদ বলেন, আজ সারা বিশ্ব গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দায় মুখর। এর একমাত্র ব্যতিক্রম হলো বিএনপি-জামাত জোট। তারা ফিলিস্তিনিদের পক্ষে একটা কথাও বলে না, একটা মিছিলও করে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত বলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে! তারা কাপুরুষ তারা কেউ কথা বলে না এই ইসরাইলিদের বিপক্ষে। একটি মিছিলও তারা ফিলিস্তিনিদের পক্ষে করে না।’

হাছান মাহমুদ বলেন, বিএনপি জামাত এখন ইসরাইলের দোসর এবং নেতানিয়াহুর সহযোগীতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরকে সমর্থন জানিয়ে বাংলাদেশ।