ক্ষমতার লোভে দেশের সম্পদ কারও হাতে তুলে দিতে রাজি নন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, গ্যাস বিক্রি করতে রাজি হয়নি বলেই ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারানো হয়েছে। আমি বঙ্গবন্ধুর মেয়ে। ক্ষমতার লোভে দেশের সম্পদ কারও হাতে তুলে দিতে রাজি নই।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নে গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি।

শেখ হাসিনা বলেন, ‘কক্সবাজার এমন একটি সমুদ্র সৈকত, যেটা বিশ্বে বিরল, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। আমি কথা রেখেছি আপনাদের জন্য অত্যন্ত আধুনিক রেল লাইন নির্মাণ করেছি। কথা রাখতে পেরেছি। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি আনন্দিত।’

‘আমি ক্ষমতায় আসার পর দেখেছিলাম অনেকগুলো রেললাইন বন্ধ ছিল। তৎকালীন সরকার বলেছিল এদেশের মানুষ রেল লাইনে চড়ে না। এদেশে রেললাইন লাভজনক না। আমি ক্ষমতায় আসার পর উদ্যোগ নি বাংলাদেশের সব বিভাগে রেললাইন করবো।’

সরকার সারাদেশে রেল যোগযোগের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য সহজ ও অল্প খরচে চলাচলের ব্যবস্থা করতে দেশজুড়ে আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।

পরে কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ট্রেনে চড়ে রামু যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে রামু থেকে হেলিকপ্টার যোগে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন এবং ১ম টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান।

এরপর মাতারবাড়ি টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন এবং মাতারবাড়ি ১২শ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আজ প্রধানমন্ত্রী প্রায় ৮৮ হাজার কোটি টাকা ব্যয়ে রেলসহ ১৫টি প্রকল্পের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।