ফেনীর ফুলগাজীতে খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২০শে সেপ্টেম্বর) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩৫) ও দুই সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)।

স্থানীয়রা জানান, নিহত সুমি বুধবার সকালে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। এ সময় তার দুই সন্তান পাশে খেলা করছিল। পরে হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়লে দুই সন্তানসহ সুমি খড়ের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক মিথিলা কানন জানান, হাসপাতালে আনার আগেই তিনজন মারা গেছেন।