খাগড়াছড়ি জেলায় বজ্রপাতে এক দিনে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) এ ঘটনা ঘটে। এছাড়া বজ্রপাতে আহত আরও দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার সকালে খাগড়াছড়ির দীঘিনালার কবাখালি এলাকায় বজ্রপাতে মাটির ঘরে আগুন লেগে যায়। এতে নিহত হন মা হাসিনা বেগম (৩০) ও ছেলে হানিফ মিয়া (৮)।

প্রায় একই সময় বজ্রপাতে রামগড়ে মরা যান গরজ চাকমা (৫০) নামে আরো একজন। এ সময় মারা পড়ে দুটি গরু। ভোরের ঝড়বৃষ্টিতে জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মাটিরাঙ্গায় শশী কারবারি পাড়ায় বজ্রপাতে নিহত হয়েছে শমিকা ত্রিপুরা(২৬) নামে এক নারী। দগ্ধ হয়ে মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত হয়েছেন তার দুই সন্তান। তাদেরকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বজ্রপাতে তাদের সঙ্গে থাকা তিনটি ছাগলও মারা যায়।

রোববার ভোরে দেশের কয়েকটি জেলায় বজ্রবৃষ্টি হয়েছে। এতে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার কটাপুর গ্রামে রবিবার বজ্রপাতে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা কৃষক আব্দুল মজিদের মৃত্যু হয়।