সুদানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ছয়শ’ বাংলাদেশিকে নিয়ে ১১টি বাস রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেখান থেকে তাদেরকে সৌদি আরবের নৌবাহিনীর জাহাজে জেদ্দা বন্দরে নেয়া হবে। এরপর জেদ্দা থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটে তাদের পর্যায়ক্রমে দেশে পাঠানো শুরু করবে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।
সম্প্রতি ক্ষমতার সংঘাত নিয়ে সুদানের দুই বাহিনীর মধ্যে সংঘর্ষে প্রায় এক হাজার ৫০০ বাংলাদেশি সেখানে আটকা পড়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুদানে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সব উদ্যোগ নিয়েছে।
সুদানের সেনাবাহিনীর সঙ্গে গত কয়েকদিন বেসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট আরএসএফের সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফের নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসেফের মধ্যে এই সংঘাত। চলমান সংঘাতের জেরে বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেয়া হচ্ছে।