হঠাৎ খালেদা জিয়ার রাজনীতি করা নিয়ে সরকারের মন্ত্রীদের দেয়া বক্তব্যে ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি। তিনি রাজনীতির মানুষ, পরিবেশ পেলেই রাজনীতিতে সক্রিয় হবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। আজ (বৃহস্পতিবার) রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে দলটির নেতারা জানান, শিগগিরই যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা চূড়ান্ত করতে আজ (বৃহস্পতিবার) চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের নিয়ে বৈঠকে বসে বিএনপি’র লিঁয়াজো কমিটি। এতে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আবারও ইস্যুভিত্তিক কর্মসূচিতে যাওয়া ও যৌথ ঘোষণার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ২৫শে ফেব্র“য়ারি জেলা পর্যায়ে পদযাত্রা শেষে নতুন কর্মসূচিতে যাবেন তারা।

খালেদা জিয়ার রাজনীতিতে বাঁধা নেই আইনমন্ত্রীর এমন বক্তব্যকে উদ্দেশ্যমূলক হিসেবে মন্তব্য করেন বিএনপি’র নীতি নির্ধারক এই নেতা।

বিকেলে, রংপুর বিভাগের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদে নির্বাচিত দলের সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে সরাতে তৃণমূল পর্যায়ে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এদিকে, কারাবন্দি রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, আগামী দিনে রাজপথের আন্দোলনে আঘাত এলে প্রতিঘাত করা হবে।