অসুস্থ খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে বিএনপি। তা না হলে যেকোনো পরিস্থিতির জন্য ক্ষমতাসীনরা দায়ি থাকবে বলে সতর্ক করেছে দলটির সিনিয়র নেতারা। রোববার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে তারা বলেন, আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা আরোপ সরকারের ওপর চপেটাঘাত।

হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে রোববার সারাদেশে জেলা ও মহানগরে সমাবেশ করেছে বিএনপি। ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় কারাবন্দি হয়ে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বিএনপিকে ধ্বংস করতে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে দ্রুত বিদেশে না পাঠানো গেলে তার জীবন রক্ষা করা সম্ভব হবে না।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচন চায়, তবে তা হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। আওয়ামী লীগের কারণে বাংলাদেশ মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।