বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য আজ বুধবার রাতে চীনের একটি চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, এই চিকিৎসক দলে রয়েছেন ৪ জন চিকিৎসক। তারা হলেন, কাই জিয়াংফ্যাং, ইউয়ান জিন, ঝ্যাং ইউহুই ও মেং হং।
আজ রাত সাড়ে ৯টার দিকে চায়না সাউদান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন এবং রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে পৌঁছান।
বিমানবন্দরে তাদের স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক এবং হাসপাতালে তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বুধবার সকালে লন্ডন থেকে ঢাকায় আসেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। তিনি ইতিমধ্যে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের বৈঠক করেন।
গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে সংক্রামণ ধরা পড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। এভারকেয়ারের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের তত্ত্বাবধায়নে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় কাজ করছেন।
এই মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হলেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। চার দিন আগে চীনের ৫ সদস্যের আরও একটি টিম এভারকেয়ারে আসেন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ভাচুর্য়ালি যুক্ত থাকছেন।’
তারা হলেন- যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক রফিকউদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব, যুক্তরাজ্য থেকে প্রফেসর জন প্যাট্রিক, প্রফেসর জেনিফার ক্রস ও ডাক্তার জুবাইদা রহমান।
জাহিদ হোসেন বলেন, ‘লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারপারসনের সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ সমন্বয় করছেন।’
এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন- অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ, অধ্যাপক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ডা. আল মামুন রয়েছেন।











