বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এসব সমালোচকদের মানসিক ভারসাম্য সঠিক আছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

আইনমন্ত্রী বলেন, ‘আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।’ সোমবার (২৪শে জুন) দুপুরে সচিবালয়ে খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক আরেো বলেন, “খালেদা জিয়ার কয়েকটা অসুখ, যেগুলো সেরে ওঠার মতো নয়। বরং চিকিৎসা করে সেগুলো কমিয়ে রাখতে যা করা দরকার, সেটা করা হচ্ছে;”।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন। তিনি হাসপাতালে আছেন এবং চিকিৎসা পাচ্ছেন বলেই এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। রবিবার (২৩ জুন) বিকাল ৪টার দিকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি এখন সুস্থ আছেন বলে জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে; এ বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, “যারা বলছেন, তাদের ভারসাম্য সঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেন।”

“আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্তু তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না এই আশা করবো;” বলেন আইনমন্ত্রী আনিসুল হক।