বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১০টায় দোহা হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়া। তার সঙ্গে চিকিৎসক দলসহ ১০ জনের একটি প্রতিনিধিদল থাকবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, “লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর খালেদা জিয়াকে সরাসরি একটি উন্নত চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হবে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নেওয়া হবে।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স সরবরাহ করেছেন। অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন এই বিমানে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।