আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানোর নতুন আবেদন পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আজ (রোববার) রাজধানীর বিচার প্রশিক্ষণ প্রশাসন ইন্সটিটিউট মিলনায়তনে সরকারি মামলাগুলোর ডিজিটাল কেস ট্র্যাকিং সিস্টেম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী জানান, বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর কোন আবেদন এখনও পাওয়া যায়নি। আবেদন পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আগামী ২৪শে মার্চ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ শেষ হবে বলেও জানান আইনমন্ত্রী।
উল্লেখ্য ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হলে কারাবরণ শুরু হয় খালেদা জিয়া। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় ৪ বছর ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজায়’ রয়েছেন।