রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরআগে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।
এসময় মির্জা ফখরুল বলেন, পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। একমাত্র উদ্দেশ্য তাকে রাজনীতি থেকে দূরে রাখা। আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গোটা দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। খালেদা জিয়াকে আটকে রেখে গনতান্ত্রিক আন্দোলন ব্যহত হয়েছে।
বিএনপি সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরো বেগবান করা হবে। এজন্য আগামী ২৯জুন শনিবার নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১জলাই মহানগরে সমাবেশ হবে। ৩ জুলাই সারা দেশে সমাবেশ করবে বলে জানান তিনি।