বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সরকারের ‘সহানুভূতির’ জন্য কৃতজ্ঞতা জানিয়ে তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পাঁচ শরিক নেতা।
আজ রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে একটি পত্র দেন এই নেতারা। ওই পাঁচ নেতার একজন এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনপত্রে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য। এটা আপনারাও জানেন, দেশের জনগণও জানে এবং বিশ্ববাসীও জানে। রাজনৈতিকভাবে হোক ও অরাজনৈতিকভাবে হোক আপনারা তথা সরকার তার প্রতি সহানুভূতি প্রদান করেছেন এটা সত্য এবং তার জন্য আমরা কৃতজ্ঞা।
পাঁচ নেতার স্বাক্ষরিত ওই আবেদনপত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলা হয়, ‘অসুস্থতার গুরুত্ব বিবেচনা করে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মানবিক কারণে, সুস্থ্য রাজনৈতিক ধারা সৃষ্টির লক্ষ্যে আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করছি— বেগম জিয়ার সু-চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর অনুমতি প্রদান করুন এবং ব্যবস্থা নিন। আপনাদের সদয় সিদ্ধান্ত এই জাতির রাজনৈতিক ইতিহাসে সৌজন্য ও মহানুভবের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকলে তিনিও এমন মহানুভবতা প্রদর্শন করতেন বলেও পত্রে উল্লেখ করা হয়।
এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ছাড়াও পত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারী আবু তাহের।