বিà¦à¦¨à¦ªà¦¿à¦° চেয়ারপারà§à¦¸à¦¨ ও সাবেক পà§à¦°à¦§à¦¾à¦¨à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ খালেদা জিয়ার কà§à¦·à¦¤à¦¿ হলে দেশের মানà§à¦· রেহাই দেবে না বলে মনà§à¦¤à¦¬à§à¦¯ করেছেন বিà¦à¦¨à¦ªà¦¿ মহাসচিব মিরà§à¦œà¦¾ ফখরà§à¦² ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়ার যদি সà§à¦šà¦¿à¦•à¦¿à§Žà¦¸à¦¾ না হয়, যদি তার কোনও কà§à¦·à¦¤à¦¿ হয়, তাহলে à¦à¦‡ দেশের মানà§à¦· কোনও দিনই আপনাদের রেহাই দেবে না। দায় সব আপনাদের, সেই দায় আপনাদের বহন করতে হবে।’
মঙà§à¦—লবার বিকালে রাজধানীর নয়া পলà§à¦Ÿà¦¨à§‡ কেনà§à¦¦à§à¦°à§€à§Ÿ কারà§à¦¯à¦¾à¦²à§Ÿà§‡à¦° সামনের সড়কে ঢাকা মহানগর উতà§à¦¤à¦° ও দকà§à¦·à¦¿à¦£ বিà¦à¦¨à¦ªà¦¿à¦° উদà§à¦¯à§‹à¦—ে আয়োজিত à¦à¦• সমাবেশে বিà¦à¦¨à¦ªà¦¿ মহাসচিব à¦à¦¸à¦¬ কথা বলেন। বেগম খালেদা জিয়ার মà§à¦•à§à¦¤à¦¿ à¦à¦¬à¦‚ অবিলমà§à¦¬à§‡ উনà§à¦¨à¦¤ চিকিৎসার জনà§à¦¯ বিদেশে পà§à¦°à§‡à¦°à¦£à§‡à¦° দাবিতে ঠসমাবেশ অনà§à¦·à§à¦ িত হয়। à¦à¦¤à§‡ সà¦à¦¾à¦ªà¦¤à¦¿à¦¤à§à¦¬ করেন ঢাকা মহানগর উতà§à¦¤à¦° বিà¦à¦¨à¦ªà¦¿à¦° আহà§à¦¬à¦¾à§Ÿà¦• আমানউলà§à¦²à¦¾à¦¹ আমান।
বকà§à¦¤à¦¬à§à¦¯à§‡ বিà¦à¦¨à¦ªà¦¿ মহাসচিব জানান, সোমবার (২৯ নà¦à§‡à¦®à§à¦¬à¦°) রাতে চতà§à¦°à§à¦¥à¦¬à¦¾à¦°à§‡à¦° মতো রকà§à¦¤à¦•à§à¦·à¦°à¦£ হয়েছে খালেদা জিয়ার। ফখরà§à¦² জানান, আগামী ৪ ডিসেমà§à¦¬à¦° পরà§à¦¯à¦¨à§à¦¤ দলের করà§à¦®à¦¸à§‚চি চলমান রয়েছে। à¦à¦°à¦ªà¦° নতà§à¦¨ করà§à¦®à¦¸à§‚চি দেবে বিà¦à¦¨à¦ªà¦¿à¥¤
তথà§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ ড. হাছান মাহমà§à¦¦à§‡à¦° বকà§à¦¤à¦¬à§à¦¯à§‡à¦° সমালোচনা করে বিà¦à¦¨à¦ªà¦¿ মহাসচিব বলেন, ‘কী দà§à¦°à§à¦à¦¾à¦—à§à¦¯ আমাদের, কী জাতি আমাদের। জোর করে কà§à¦·à¦®à¦¤à¦¾ দখল করে আছে। সরকারের à¦à¦•à¦œà¦¨ মনà§à¦¤à§à¦°à§€ গতকাল বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসকেরা নাকি বিà¦à¦¨à¦ªà¦¿ যা বলতে বলেছে, তারা তাই বলেছেন। ধিকà§à¦•à¦¾à¦° দেই à¦à¦‡ মনà§à¦¤à§à¦°à§€à¦•à§‡à¥¤ যে কিনা নামিদামি à¦à¦¬à¦‚ বাংলাদেশের শà§à¦°à§‡à¦·à§à¦ চিকিৎসকদের বিদà§à¦°à§à¦ª করেছেন।’
পররাষà§à¦Ÿà§à¦°à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€ ড. আবদà§à¦² মোমেনের বকà§à¦¤à¦¬à§à¦¯à§‡à¦° পরিপà§à¦°à§‡à¦•à§à¦·à¦¿à¦¤à§‡ মিরà§à¦œà¦¾ ফখরà§à¦² বলেন, ‘তিনি বলেছেন, আমরা কাগজপতà§à¦° বিদেশে পাঠিয়েছি। কূটনৈতিকদের সামনে তিনি বলছেন। কেন বলছেন? কূটনীতিকরা, বিà¦à¦¿à¦¨à§à¦¨ দেশের রাষà§à¦Ÿà§à¦°à¦¦à§‚তরা ইতোমধà§à¦¯à§‡ সরকারের ওপর চাপ সৃষà§à¦Ÿà¦¿ করেছেন (খালেদা জিয়াকে) দেশের থেকে বাইরে পাঠাও, বিদেশে চিকিৎসার জনà§à¦¯à¥¤â€™
তিনি বলেন, ‘বাংলাদেশের à¦à¦®à¦¨ কোনও মানà§à¦· নাই যে চায় না খালেদা জিয়ার বাইরে চিকিৎসা হোক। মায়েরা রোজা রাখছেন, গৃহবধূরা রোজা রাখছেন, মানত করছেন যে আলà§à¦²à¦¾à¦¹ খালেদা জিয়াকে হায়াত বাড়িয়ে দাও। à¦à¦‡ কোটি কোটি মানà§à¦·à§‡à¦° ফরিয়াদ নিশà§à¦šà§Ÿà¦‡ আলà§à¦²à¦¾à¦¹à¦° কাছে পৌà¦à¦›à¦¾à¦šà§à¦›à§‡à¥¤ তিনি আবারও খালেদা জিয়াকে সà§à¦¸à§à¦¥ করে আমাদের মাà¦à§‡ ফিরিয়ে আনবেন।’
সরকারের উদà§à¦¦à§‡à¦¶à§‡ বিà¦à¦¨à¦ªà¦¿ মহাসচিব বলেন, ‘আপনারা মিথà§à¦¯à¦¾à¦šà¦¾à¦° করছেন। যে আইনের কথা বলেন, সেই আইনেই à¦à¦‡ সà§à¦¯à§‹à¦— আছে। দায় নিতে হবে সরকারের, শেখ হাসিনার সরকারের। যদি খালেদা জিয়ার কোনও কà§à¦·à¦¤à¦¿ হয়, তাহলে à¦à¦‡ দেশের মানà§à¦· কোনও দিনই আপনাদের রেহাই দেবে না।’
সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ সরকারের নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ পà§à¦°à¦¸à¦™à§à¦—ে মিরà§à¦œà¦¾ ফখরà§à¦² বলেন, ‘à¦à¦• হাজার ইউনিয়ন পরিষদের নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ শেষ হয়েছে। দেখেন, শà§à¦°à§ হয়েছে পতন। অরà§à¦§à§‡à¦•à§‡à¦° বেশি ইউপিতে তারা হেরে গেছে। à¦à¦‡ পতন শà§à¦°à§ হয়েছে।’
বকà§à¦¤à¦¬à§à¦¯à§‡ বিà¦à¦¨à¦ªà¦¿à¦° সà§à¦¥à¦¾à§Ÿà§€ কমিটির সদসà§à¦¯ সেলিমা রহমান বলেন, ‘খালেদা জিয়া à¦à§Ÿà¦¾à¦¨à¦• অসà§à¦¸à§à¦¥à¥¤ তাকে বাà¦à¦šà¦¾à¦¤à§‡ হলে আমাদের রà§à¦–ে দাà¦à§œà¦¾à¦¤à§‡ হবে। জনগণকে বলতে চাই, আপনারা রà§à¦–ে দাà¦à§œà¦¾à¦¨à¥¤ তাকে সà§à¦¸à§à¦¥ করে ফিরিয়ে নিয়ে আসবো।’ তার অà¦à¦¿à¦¯à§‹à¦—, ‘খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষà§à¦Ÿà¦¾ করা হচà§à¦›à§‡à¥¤â€™
à¦à¦¾à¦‡à¦¸ চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ মেজর (অব.) হাফিজ উদà§à¦¦à¦¿à¦¨ আহমেদ বলেন, ‘খালেদা জিয়ার বিনা চিকিৎসায় যদি কিছৠহয়, কে জানে ফলাফল কী হবে। অবনতি হলে সরকার দায়ী থাকবে।’
সমাবেশে আরও বকà§à¦¤à¦¬à§à¦¯ রাখেন বিà¦à¦¨à¦ªà¦¿à¦° সà§à¦¥à¦¾à§Ÿà§€ কমিটির সদসà§à¦¯ ড. আবদà§à¦² মঈন খান, à¦à¦¾à¦‡à¦¸ চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ বà§à¦¯à¦¾à¦°à¦¿à¦¸à§à¦Ÿà¦¾à¦° শাজাহান ওমর, আহমেদ আযম খান, ঢাকা মহানগর দকà§à¦·à¦¿à¦£ বিà¦à¦¨à¦ªà¦¿à¦° আহà§à¦¬à¦¾à§Ÿà¦• আবদà§à¦¸ সালাম পà§à¦°à¦®à§à¦–।
মঙà§à¦—লবার দà§à¦ªà§à¦° ১২টার আগেই সমাবেশসà§à¦¥à¦²à§‡ আসতে থাকেন বিà¦à¦¨à¦ªà¦¿à¦° নেতাকরà§à¦®à§€à¦°à¦¾à¥¤ নেতারা দাবি করেছেন, কাকরাইল থেকে ফকিরাপà§à¦², মালিবাগ থেকে পà§à¦°à¦¿à¦¤à¦® হোটেল à¦à¦²à¦¾à¦•à¦¾ পরà§à¦¯à¦¨à§à¦¤ বিসà§à¦¤à§ƒà¦¤ ছিল নেতাকরà§à¦®à§€à¦¦à§‡à¦° অবসà§à¦¥à¦¾à¦¨à¥¤ বিকাল সোয়া চারটার দিকে সমাবেশ হওয়ার পর ঠরিপোরà§à¦Ÿ লেখার সময় পরà§à¦¯à¦¨à§à¦¤ কোনও গোলযোগের খবর পাওয়া যায়নি। সড়কে পà§à¦²à¦¾à¦¸à§à¦Ÿà¦¿à¦•à§‡à¦° তà§à¦°à¦¿à¦ªà¦² ও কারপেট বিছিয়ে নেতাকরà§à¦®à§€à¦°à¦¾ সমাবেশে অংশগà§à¦°à¦¹à¦£ করেন। হাতে হাতে বà§à¦¯à¦¾à¦¨à¦¾à¦°, ফেসà§à¦Ÿà§à¦¨ ও পà§à¦²à§à¦¯à¦¾à¦•à¦¾à¦°à§à¦¡à§‡ খালেদা জিয়ার মà§à¦•à§à¦¤à¦¿à¦° দাবি জানান তারা।
সমাবেশ শেষ হওয়ার পর কয়েক পà§à¦²à¦¾à¦Ÿà§à¦¨ পà§à¦²à¦¿à¦¶ নয়া পলà§à¦Ÿà¦¨ à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ অবসà§à¦¥à¦¾à¦¨ নেয়। সড়ক থেকে ধীরে-ধীরে নেতাকরà§à¦®à§€à¦¦à§‡à¦° সরিয়ে যান চলাচল সà§à¦¬à¦¾à¦à¦¾à¦¬à¦¿à¦• করে। সনà§à¦§à§à¦¯à¦¾ সোয়া ৫টার দিকে নয়া পলà§à¦Ÿà¦¨à§‡à¦° সড়কটিতে যান চলাচল সà§à¦¬à¦¾à¦à¦¾à¦¬à¦¿à¦• ছিল।