বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে। আজ (শনিবার) দুপুরের দিকে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম শুরু হয়। দুপুর তিনটার দিকে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, খালেদা জিয়ার মাইল্ড হার্ট এটাক হয়ে গেছে । হাসপাতালে নেয়ার পর শ্বাসকষ্ট শুরু হলে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত হয়। সেখানে মেইন আরটারিতে ৯৯ শতাংশ ব্লক ধরা পড়ে। এরপর সেটাতে রিং পড়ানো হয়।

দ্রুত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের প্রতি আবারো আহ্বান জানান । নয়তো যেকোন পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলেও জানান তিনি।

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ জানিয়েছেন, ‘খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব¬ক ধরা পড়ে। তার মধ্যে একটি ব¬ক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।’

এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি বলেছিলেন, ‘ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হবে। খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

এর আগে শনিবার মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়।