খুন, গুম করে দেশের গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। সোমবার (১৮ই মার্চ) রাজধানীর রাজারবাগে সদ্য কারামুক্ত বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ারের সাথে দেখা করেন মঈন খান।
আব্দুল মঈন খান বলেন, ‘উন্নয়নের যে কুফল যে দায়ভার এটা বহন করছে কারা? বাংলাদেশের যারা দরিদ্র কোটি কোটি ট্যাক্স পেয়ার, তারা হচ্ছে উন্নয়নের কুফল। কারন যে প্রজেক্ট করতে খরচ হতো ১০ হাজার কোটি টাকায়, সেটা সরকার করছে ৩০ হাজার কোটি টাকায়। ১০ হাজার কোটি টাকা প্রকল্পে লেগেছে, ১০ হাজার কোটি টাকা সরকারের আশির্বাদপুষ্টরা নিয়েছে আর ১০ হাজার কোটি টাকা যারা বিদেশ থেকে অর্থায়ণ করেছে তারা নিয়েছে।’
মঈন খান জানান বলেন, বাংলাদেশের উন্নয়ন ব্যয় এখন স্বাভাবিকের তুলনায় অনেকগুন বেশী। বিদেশী ঋণও এখন বেশ কয়েকগুণ বেড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। শীতকালেও সব্জির বাজারে আগুন। আলুর দামও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।