খুলনার বড়বাজার সংলগ্ন স্টেশন রোড এলাকায় একটি পাটের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টায় রাত ১২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রেণে আনে। এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, রাত ১২টা ১৫ মিনিটে জে জে ট্রেডার্স নামে পাটের বস্তার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে কত বস্তা আগুনে পুড়েছে তার পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।