খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে সুমন ঘরামী নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য। শুক্রবার সন্ধ্যায় নগরীর খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন গল্লামারী এলাকায় সংঘর্ষ চলাকালে তিনি মারা যান বলে জানান খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।

নিহত সুমন ঘরামীর বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলায়। তিনি শোলাডাঙা জোনের সহকারী পুলিশ কমিশনারের দেহরক্ষী ছিলেন।

কমিশনার বলেন, “সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা কনস্টেবলকে বেধড়ক মারপিট করে। আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি জানান, সংঘর্ষে পুলিশের প্রায় ৩০ সদস্য আহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচির সমর্থনে বেলা সোয়া ৩টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের পাশে গল্লামারী এলাকায় পৌঁছালে জিরো পয়েন্টের দিক থেকে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পরে সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা নিউমার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। বেলা ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেন তারা। এ সময় কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশ, র‌্যাব ও বিজিবির হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা।

একপর্যায়ে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হন। এ সময় তারা সোনাডাঙ্গা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে।