চলমান অস্থিরতার মধ্যে তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আজ থেকে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসছে। খুলছে তৈরি পোশাক ও বস্ত্রকল কারখানা। মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী এ কথা জানান।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে আজ ৭ই জুলাই  থেকে পোশাক ও বস্ত্রকল কারখানা খোলার কথা জানিয়েছে বিজিএমইএ।

জানা যায়, তৈরি পোশাক কারখানা খুলে দেয়ার বিষয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে মঙ্গলবার বিকেলে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত ৪ আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।