ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‍্যাম্প উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদ উপহার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি অংশের র‍্যাম্প উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি জানান, আগামী বছরের শুরুতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরোটাই চালু হবে। আর চলতি বছরের ডিসেম্বরে বিআরটি প্রকল্প পুরোপুরি চালু হবে।

গত এক বছর ধরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক সুবিধা ভোগ করছে রাজধানীবাসী। বিমানবন্দরের সামনে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে এগারো কিলোমিটার উড়ালপথ ব্যবহার করে এতদিন ১৫টি স্থানে ওঠানামা করেছে যানবাহন। এখন নিচে নামার আরো একটি পথ খুলে দেয়া হলো। এই পথটি নেমেছে কারওয়ানবাজারে। এই পথ ব্যবহার করে সুবিধা পাবে হাতিরঝিল, তেজগাঁও, মগবাজার ও কারওয়ান বাজার এলাকায় চলাচলকারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ওবায়দুল কাদের জানান, রাজধানীবাসীকে যানজট থেকে স্বস্তি দিতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হতে আরো কিছুদিন সময় লাগবে।

বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রাানজিট বিআরটি প্রকল্পটিও এ বছরের ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে চালু হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সড়ক পথে মানুষকে স্বস্তি দিতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানান সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।