দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা। যা বিতরণ করা মোট ঋণের ১৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের হালনাগাদ বিবরণীতে এতথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে এই খেলাপি ঋণ দাঁড়িয়েছে। যা গত ১৬ বছরে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত।

এর আগে গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা।

গত ৫ই আগস্ট চাত্র-জনতার অভ্যূত্থানে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান হয়। পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার পদত্যাগের পর ব্যাংক খাতের প্রকৃত তথ্য সামনে আসতে শুরু করে।