স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রায়ের বাজার গণকবর থেকে মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করার পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা ও রায়ের বাজারে গণকবর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে ১০০ জনেরও বেশি জুলাই শহিদের মরদেহ দাফন করা হয়েছে। এদের অনেককে এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে। খুব শিগগিরই আমরা তাদের শনাক্ত করার ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, এতদিন তাদের অনেক আত্মীয়-স্বজন কবর থেকে মরদেহ উত্তোলনে সম্মত ছিলেন না। এখন তারা সম্মতি দিয়েছেন। আমরা ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মরদেহ শনাক্ত করব।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আর কেউ যদি এখান থেকে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যেতে চান, সেটাও আমরা অনুমতি দেব। এই প্রক্রিয়ায় বেশি সময় লাগবে না।