আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে ১৪ বছরে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। আজ (সোমবার) রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় দলটির নেতারা বলেন, গণঅভ্যুত্থান সৃষ্টি করে সরকারকে বিদায়ের কোনো বিকল্প নেই। পরিস্থিতি ঘোলাটে না করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপনের দাবি জানান তারা।

মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার আলোচনাসভার আয়োজন করে বিএনপি। এতে দলটির সিনিয়র নেতারা বলেন,  ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও মানুষের কথা বলার অধিকার, মুক্ত চিন্তার স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগ নিজেদের স্বার্থে গণতন্ত্র ধ্বংসে ব্যস্ত। ক্ষমতাসীনদের সরাতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তারা।

বিএনপি নেতারা বলেন, ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবে দেশের পরিস্থিতি ঘোলাটে করছে। সময় থাকতে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়কসরকার ব্যবস্থার বিষয়ে সুরাহা করার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সরকার দাবি না মানলে একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের অধিকার ফিরে পাবার আন্দোলন সফল করতে রাজপথেই ফয়সালা করার কথাও জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা।