হত্যা, গুম, নির্যাতন করে বিএনপিকে দমানো যাবে না বলে সতর্ক করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগন রাস্তায় নামতে শুরু করেছে, ঐক্যবদ্ধ আন্দোলনেই সরকারের পতন হবে বলেও জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন মির্জা ফখরুল।
গেলো ৯ বছরে গুম, নির্যাতনের শিকার দলের নেতাকর্মীর পরিবারের সদস্যদের আর্থিক সহযোগীতা দিতে মঙ্গলবার গুলশান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এতে বিভিন্ন জেলা থেকে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিরোধীদলের নেতাকর্মীদের ওপর সরকারের নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেন স্বজন হারানো পরিবারের সদস্য ও ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকারের অপশাসনে গণতন্ত্রকামী মানুষ আজ অনিরাপদ হয়ে পড়েছে।
মির্জা ফখরুল বলেন, উন্নয়নের নামে জনগনের পকেট কেটে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ক্ষমতাসীনরা। সরকারকে সরানো ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন বিএনপি মহাসচিব। ক্ষমতায় গেলে এসব পরিবারকে পুনর্বাসনের কথাও জানান মির্জা ফখরুল।