বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বলেছেন, বহুদলীয় গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। অনেক ত্যাগ, রক্তের মধ্যদিয়ে সংগ্রাম অব্যাহত রয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সরকার রাজনৈতিক আচরণের বদলে বিদ্বেষী মনোভাব পোষণ করছে বলে তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গত তিন মাসে হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার, নির্যাতন করে পঙ্গু করে ফেলা হয়েছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ফ্রি লাইসেন্স দিয়ে রেখেছে । সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। বিএনপি নেতাদের আদালত থেকে জামিন পেলেও মুক্তি মিলছে না। জেলগেট থেকে আবারও গ্রেপ্তার করা হচ্ছে।
এসময় তিনি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জোর দাবি জানান। সেই সাথে মির্জা ফখরুলসহ আটক সকল পর্যায়ের নেতাকর্মীদের দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানান রিজভী।