গণতন্ত্র, স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ চলছে, এ যুদ্ধে জয়ী হতে দলের প্রত্যেক নেতাকর্মীকে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশ দেন। আগামীতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও এতে জনসম্পৃক্তি তৈরিতে বৃহস্পতিবার মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলার নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দিনভর কর্মশালা শেষে বিকেলে সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, প্রবাসীদের রেমিটেন্স ও গার্মেন্টস শিল্পের মূল ভিত্তি তৈরি করেছিল বিএনপি, যা পরবর্তীতে প্রত্যেক সরকার সুফল পেয়েছে।
তিনি বলেন, নির্বাচনী পুলসিরাত পার করতে হলে জনগণকে সাথে রাখতে হবে। সেজন্য মানুষের দোর গোঁড়ায় যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান।
দেশ গঠনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেয়ারও নির্দেশ দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।