ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (এপ্রিল ২২) সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। সকাল সাড়ে ১০টা থেকে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা ও স্থিতিশীলতা আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। ২০২৬ সালের মধ্যে উন্নত দেশ যাতে গড়ে তোলা যায় সেজন্য কাজ করছে সরকার। তবে বারবার ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে দেশবাসীকে এব্যাপারে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মানুষের প্রতি যেন সবার ভালোবাসা এবং কিছু দেয়ার মানসিকতা থাকে। বাংলাদেশে দারিদ্রের হার কমেছে। একসময় দারিদ্র্য আর থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের উন্নয়ন করাই তাঁর লক্ষ্য। মায়ের মন নিয়ে তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন। বাংলাদেশের মানুষ এখন ভালো আছে, শান্তিতে আছে। এটা যেন কেউ বিঘিœত করতে না পারে। বাংলাদেশে যেন দুঃশাসন আর না আসে, সে ব্যাপারে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, বঙ্গবাজারে আগুন লাগাকে দুর্ঘটনা মনে হলেও পরবর্তীতে যেসব আগুন লাগার ঘটনা ঘটেছে, তা সন্দেহজনক। আগুন দিয়ে যারা মানুষ পুরিয়ে মেরেছে, এখানে তাদের যোগসাজশ থাকতে পারে। এমন কোন দুষ্কর্ম নেই, যা তারা পারে না। স্বাধীনতাবিরোধী খুনিরা আবার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন ব্যাহত হবে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহবান জানান শেখ হাসিনা।