গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি (বন্দিবিনিময়) আছে। এই প্রক্রিয়াও হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপ-প্রেস সচিব।

এসময় তিনি জানান, প্রধান উপদেষ্টার সাথে সফরররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের বৈঠক হয়েছে। জুলাই-আগস্ট হত্যাকান্ড নিয়ে ডিসেম্বরে তারা প্রতিবেদন দেবে বলে জানিয়েছে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, শেখ হাসিনা জুলাই গণহত্যার সাথে জড়িত থাকার বিষয়ে প্রমাণিত হলে তবে তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার।