ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ জড়িতদের আন্তর্জাতিক মানবাধিকার আইনে বিচারের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। বিএনপি নেতাদের অভিযোগ, সংখ্যালঘুদের ইস্যু করে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার পাঁয়তারা করছে। ঝামেলা না বাড়িয়ে দ্রুত আওয়ামী লীগের নেতাদের আত্মসমর্পণের আহ্বান জানান বিএনপির নেতারা।
কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বৃহস্পতিবার এই অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, ছাত্র-জনতার ওপর নির্মম নির্যাতনের পর শেখ হাসিনার আর রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও তোলেন নেতারা।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগকে মানুষ আর দেখতে চায় না বলেই ১৫ই আগষ্ট পালন করেনি। ক্ষমতা হারানোর পর ভারতে বসে ষড়যন্ত্র অব্যাহত রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সংখ্যালঘুদের ধোয়া তুলে ফায়দা নেয়ার চেষ্টা চলছে। ছাত্র-জনতার গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ জড়িতদের বিচারের দাবিও জানান তিনি।
সমাবেশে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দেয়ার নির্দেশ দেন বিএনপি’র সিনিয়র নেতারা। গণতন্ত্রের পক্ষে অবস্থান থাকা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার কথাও জানান নীতি নির্ধারক নেতারা।