অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণহতদ্যার বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সরকার ও বিচার প্রশাসন সচেষ্ট আছে। তিনি জানান, এজন্য দ্রুত পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হবে। তিনি আজ শনিবার (১২ই অক্টোবর) রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ন্যায়বিচারের স্বার্থেই জুলাই হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘স্বৈরাতন্ত্র সরাসরি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এর সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকে বিচারের আওতায় আনা হবে। আইন প্রক্রিয়া মেনে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে।’

ন্যায় বিচারের স্বার্থে জড়িতদের সকলকে বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে আসামিরা যাতে বিদেশ থেকে আইনজীবী আনতে পারেন সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, প্রকৃত তদন্তের মাধ্যমে কেবল জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।