জাতিসংঘসহ বিশ্বে সকল দেশের কাছে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার) বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা থেকে এই দাবি জানান তিনি। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতেই স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ২৫শে মার্চ ঘুমন্ত বাঙালির ওপর হামলা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। তারা বীভৎসভাবে দীর্ঘ ৯ মাস হত্যাকাণ্ড চালিয়েছিল। ৩০ লাখ মানুষকে হত্যা করা হয়, গৃহহারা হয় ৩ কোটি মানুষ। নারীদেও ওপর চলে নির্যাতন, সড়কে সড়কে মরদেহ পড়ে ছিল’।

তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে ২৫শে মার্চ গণহত্যা দিবস স্বীকৃতি পাক এটা আমরা চাই। কারণ এই ক্ষত নিয়েই বাংলাদেশের যাত্রা শুরু’। শেখ হাসিনা বলেন, ‘একটা যুদ্ধবিধ্বস্ত দেশ জাতির পিতা গড়ে তুলেছিলেন। স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতিও পেয়েছিলাম। তবে পচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর সেই উন্নয়নের ধারা থেমে যায়’।

সরকারপ্রধান বলেন, ‘লাখো শহীদের রক্ত বৃথা যায়নি। আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা এখন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটাই আমাদের অঙ্গীকার। এসময় বঙ্গবন্ধুসহ পঁচাত্তরে নিহত স্বজন, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।