১০ দফা দাবি আদায়সহ যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে আজ (বুধবার) ঢাকাসহ দেশব্যাপী গণ-অবস্থান করবে বিএনপি ও সমমনা দলগুলো। তবে তাদের এই কর্মসূচির বিপরীতে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। রাজধানীতে পৃথক দুটি শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি। এছাড়াও সারা দেশে সতর্ক অবস্থানে থাকবেন যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির কর্মীরা ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছেন তারা।
আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ দেশের প্রতিটি ইউনিট, ওয়ার্ড, থানা, জেলা এবং স্থানীয় ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সতর্ক অবস্থান থাকবে। দলের সর্বোচ্চ পর্যায় থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।
জানা গেছে, বুধবার (আজ) সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকার প্রতিটি ওয়ার্ড, থানার পাশাপাশি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবে দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা ঢাকার প্রবেশমুখগুলোতে তৎপরতা বাড়াবে। এছাড়া জিরোপয়েন্ট, গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কল্যাণপুর, হাতিরপুল, জিগাতলা ও রাসেল স্কয়ার, ধানমন্ডি, নিউমার্কেট, আজিমপুর, সদরঘাট, সূত্রাপুর, শনির আখড়া, ধোলাইপাড়সহ বিভিন্ন এলাকায় থাকবে তারা।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ আয়োজিত এই কর্মসূচিতেও প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও এমপিরা উপস্থিত থাকবেন।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাজধানীতে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে জনদুর্ভোগ ও নৈরাজ্য বরদাশত করা হবে না। তবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই। আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে আজ বহুল আলোচিত ওয়ান ইলেভেনের দিনে গণ-অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। আজকের কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল। গতকাল তিনি এই গণ-অবস্থান কর্মসূচি সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহŸান জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির সমাবেশগুলোতে মানুষের ঢল দেখে জনরোষের ভয়ে আতঙ্কিত সরকার। এ কারণে গণ-অবস্থানের দিনে তারা পালটা কর্মসূচি দিয়ে গদি রক্ষার চেষ্টা করছে। কিন্তু লাভ হবে না। জনতার ঢেউয়ে এসব বাধা উড়ে যাবে। শুধু সময়ের ব্যাপার।