বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল নিম্নচাপ আকারে ভারতের ছত্তিশগড় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২১শে আগস্ট) সকালে এ পূর্বাভাস দেয়া হয়েছে। পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়বে। তবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
নিæচাপ দুর্বল হয়ে পড়ায় উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কমেছে। আজ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার।
এদিকে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।












