জাপানের সাবেক প্রধানমন্ত্রীর শিনজো অ্যাবের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। প্রার্থনা সভায় যোগ দেন পরিবারের সদস্য ও স্বজনরা। শ্রদ্ধা জানাতে টোকিও’র জোজোজি প্রার্থনালয়ের বাইরে সমবেত হন সাধারণ মানুষ। শেষবারের মতো বিদায় জানান প্রিয় নেতাকে। প্রার্থনার পর মোটর শোভাযাত্রায় মরদেহ নিয়ে যাওয়া হয় দাহের জন্য নির্ধারিত স্থানে। সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত রয়েছেন কয়েকটি দেশের প্রতিনিধি।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। টোকিওর জোজোজি প্রার্থনালয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন শিনজো অ্যাবে’র স্ত্রী আকি অ্যাবে, পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিরা। বাইরে ফুল ও শোকবার্তা নিয়ে হাজির ছিলেন হাজারো মানুষ। সাবেক জাপানি প্রধানমন্ত্রীর শেষকৃত্যে উপস্থিত ছিলেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই।

জোজোজি প্রার্থনালয় থেকে শিনজো অ্যাবের মরদেহ নিয়ে যাওয়া হয় অন্ত্যেষ্টিক্রিয়া স্থলের দিকে। মরদেহ বহনকারী গাড়িতে ছিলেন তার স্ত্রী আকি অ্যাবে। শববাহী মোটর শোভাযাত্রাটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পার্লামেন্ট ভবনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবনের পাশ দিয়ে যায়। এসময় শববাহী গাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাস্তার দু’পাশে উপস্থিত হওয়া সাধারণ মানুষ। টোকিওজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এর আগে সোমবার শিনজো অ্যাবের প্রতি শ্রদ্ধা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ বিশ্ব নেতারা।