জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। মোট ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। সাঘাটা ও ফুলছড়ি এই ২ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৯৮ জন। উপনির্বাচনে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান এবং জাতীয় পার্টির প্রার্থী এ এইচ এম গোলাম শহীদের মধ্যে লড়াই হবে বলে ধারণা করছে ভোটাররা। প্রতি ইউনিয়নে ১ জন করে মোট ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কয়েক প্লাটুন বিজিবি, পুলিশ ছাড়াও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

ভোট সরাসরি পর্যবেক্ষণের জন্য ১শ ৪৫টি ভোটকেন্দ্রে ১২শ ৪২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার একটি মনিটরিং সেল করা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে।