আগামীকাল বুধবার (১২ই অক্টোবর) গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে প্রচার প্রচারণাও। এখন ক্ষণগণনা শুরু হয়েছে ভোট গ্রহণের। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় এবং ভোটকেন্দ্র প্রায় আড়াইশ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সহকারী রিটানিং অফিসার ও নওগাঁ জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বলেন, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এজন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর। আজ সকাল ১১ টা থেকে কেন্দগুলোতে পাঠানো হবে নির্বাচনী সামগ্রী।

উলে­খ্য, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর কারণে এ আসনটি শূন্য হয়। উক্ত আসনে আগামী ১২ই তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপ-নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিকল্পধারার জাহাঙ্গীর আলমসহ আরো দুইজন স্বতন্ত্র প্রার্থী। উক্ত আসনে ২টি উপজেলার ১৭টি ইউনিয়নের ৩ লাখ ২৯ হাজার ৭৪৩ জন এবার ভোট দেবেন। ভোট কেন্দ্র রয়েছে মোট-১৪৫টি এর মধ্যে সাঘাটায়- ৮৮টি ও ফুলছড়িতে ৫৭টি।