গাজা উপত্যকায় সম্ভাব্য অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে শনিবার (৩০শে নভেম্বর) মিশরের রাজধানী কায়রোয় পৌঁছেছে হামাসের প্রতিনিধিরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির এক কর্মকর্তা সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

পরিচয় গোপনের শর্তে এই হামাস কর্মকর্তা বলেন, গাজা উপত্যকায় অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে কয়েকটি বৈঠকে অংশ নেবে। তিনি জানান, মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে এবং বিষয়টির সংবেদনশীলতার কারণে তিনি নিজের পরিচয় প্রকাশে সম্মত হননি।

তিনদিন আগেই লেবানন এবং ইসরাইলের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এমন আবহে গাজায় অস্ত্রবিরতির আহ্বান আরও জোরদার হচ্ছে। বিশেষ করে ইসরাইলি সামরিক আক্রমণের  প্রেক্ষাপটে।

এদিকে ইসরাইলের বিরোধী নেতা বেনি গ্যান্টজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বন্দিদের মুক্তির বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অস্থায়ী অস্ত্রবিরতির মাধ্যমে বন্দিদের ফিরিয়ে আনার পরামর্শ দেন।

বিশেষজ্ঞরা বলছেন, গাজায় চলমান আগ্রাসন এবং বন্দি বিনিময় সংক্রান্ত আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখন নতুন দিকনির্দেশনা নিচ্ছে। মিশরীয় আলোচনার ফলাফল এই অঞ্চলের ভবিষ্যৎ পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।