ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ঘন্টায় দেইর আল-বালাহ শরণার্থী শিবির ও রাফাহতে অন্তত: ১০ নিহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করেছে ইসরাইল। গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য ইসরাইলকে দায়ী করেছে হামাস। অন্যদিকে, গাজায় হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে বিক্ষোভ-প্রতিবাদ।

ফিলিস্তিনের গাজার রাফাসহ খান ইউনিসের হাসপাতালগুলোতে চলছে ইসরাইলি বাহিনীর স্থল অভিযান। নাসের হাসপাতালের কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি অভিযানে স্থল আক্রমণের ভয়ে রাফা থেকে পালিয়ে যাচ্ছে মানুষ।

সম্প্রতি যুদ্ধবিরতির জন্য নানামুখী আলোচনা চললেও কোনো সুরাহা মেলেনি। এর মধ্যে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করেছে ইসরাইল। শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে কায়রোতে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেয় তেল আবিব। কিন্তু হামাসের দাবিগুলো বিভ্রান্তিকর হওয়ায় আলোচন বন্ধ করতে হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের সাথে রাষ্ট্রীয় চুক্তির বিষয়ে আন্তর্জাতিক হুকুম মেনে নেবে না ইসরাইল।

এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য ইসরাইলকে দায়ী করেছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, ফিলিস্তিনিদের প্রতি শত্রুতার সম্পূর্ণ বন্ধ, এবং সকল অবরোধ তুলে নেয়া ছাড়া আর কিছুই মেনে নেবে না তারা।

অন্যদিকে, গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির দাবিতে স্পেনের মাদ্রিদে ফিলিস্তিনি পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ইউরোপের প্রধান শহরগুলির রাস্তায় গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। যুক্তরাজ্য-ভিত্তিক অ্যাডভোকেসি এবং প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের আয়োাজিত লন্ডনে একটি মিছিলের জন্য মার্বেল আর্চে সমবেত হয় হাজারো জনতা।