পশ্চিম তীরে ইসরাইলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার উত্তর পশ্চিম তীরের শহর নাবলুসের বালাতা শরণার্থী ক্যাম্পে ইসরাইল হামলা চালায়। এতে ওই দুই ব্যক্তি নিহত হন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। শিশুসহ আহতের সংখ্যা শতাধিক। খবর আল জাজিরার।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ভোরের আগে চালানো অভিযানে ইসলামিক জিহাদ সশস্ত্র গ্রুপ কমান্ড সেন্টার এবং রকেট লঞ্চারে আঘাত হানা হয়েছে।
এর কয়েক ঘণ্টা পর গাজা উপত্যকা থেকে ইসরাইল লক্ষ্য করে একাধিক রকেট হামলা চালানো হয়। তবে এতে ইসরাইলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার ইসরাইলি হামলায় গাজার উত্তরাঞ্চলে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদুস ব্রিগেডের কমান্ডার খলিল বাহিতনি, মুখপাত্র তারেক ইজ্জালদিন ও সামরিক শাখার মহাসচিব জিহাদ ঘানেম নিহত হন। ওইদিন সবমিলিয়ে ১৫ জন ফিলিস্তিনি নিহত হন। ইসলামিক জিহাদের নেতারা ছাড়া নিহতদের বাকি সবাই বেসামরিক।