হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল গাজায় নতুন করে হামলা চালাচ্ছে। পবিত্র রমজান মাসেও সেখানে বর্বর হামলা চালানো হচ্ছে। বুধবার (১৯ মার্চ) ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গাজায় চালানো ইসরাইলের হামলায় গত ৪৮ ঘণ্টায় কমপক্ষে ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শত মানুষ। বুধবার (১৯ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি হতাহতের এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় দখলদার ইসরাইলের হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা ৪৮ হাজার ৫৭৭ জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৪৭ জনে।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে সোমবার রাত থেকে গাজা উপত্যকায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। গত জানুয়ারিতে শুরু হওয়া চুক্তির পর এটাই সবচেয়ে প্রাণঘাতী ইসরাইলি হামলা।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেছেন, গাজা উপত্যকায় থেকে শিগগিরই ফিলিস্তিনিদের সরে যেতে বলবে ইসরায়েলি বাহিনী। তিনি সতর্ক করে এও বলেন, ইসরায়েল হামলার তীব্রতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

এক বিবৃতিতে কাৎজ বলেন, গাজায় থাকা জিম্মিদের মুক্তি না দিলে ইসরায়েল এমনভাবে জবাব দিবে, যা এর আগে দেখা যায়নি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ঘোষণা করেন, গাজায় নতুন করে শুরু হওয়া হামলা কেবলমাত্র শুরু। হামাসের ধ্বংস ও সব বন্দির মুক্তি—অর্জন না করা পর্যন্ত ইসরায়েল অভিযান চালিয়ে যাবে।